How to make false impression in Share market!!
দয়া করে পোষ্টটি মন দিয়ে পড়বেন !!!!!!!
মনে করুন সারা বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে এখন বাংলার বাজার ভাল করবে কারন আমাদের টা আগে খারাপ ছিল । এ সময় আমাদের প্রধান মন্ত্রীর টার্গেট পুজিবাজার ঠিক করে দেশের অর্থনীতি হাইফাই দেখিয়ে দেশকে সিঙগাপুর এর চাইতে ধনী দেখানো তাহলে তো ২০৪১ কে ঠেকানোর কেউ নাই । এটাই বড় সুযোগ ।
এক পন্ডিতের পাঠা খাবার শখ হয়েছে । তাই সে বাজার হতে পাঠা কিনে নিয়ে কাধে করে নিয়ে বাড়ির পানে চলল। কিন্তু গ্রামের তিন ঠগের লোভ হল তারা চিন্তা করল কিভাবে ঐ পাঠা খাওয়া যায় ? তাই তারা একটি ফন্দি আটল । প্রথম ঠগ এসে পন্ডিত মশায় কে প্রনাম করে বল্ল। আমি আপনাকে গ্রামের মধ্যে জ্ঞানি গুনিই ভাবতাম কিন্তু একি আপনি কাধে কুকুর নিয়ে কোথায় যাচ্ছেন ? একথা শুনে পন্ডিত মশায় মুখ ঝামটা মেরে বল্লেন দেখছিস না এটা কুকুর নয় পাঠা ? বলে তিনি চলতে লাগলেন । এবার দ্বিতীয় ঠগ এলে প্রনাম করে বললেন । মশায় একি ? পন্ডিত বললেন কি ? আপনি পন্ডিত মানুষ কত জ্ঞান আপনার আর আপনি কিনা একটি কুকুর কে কাধে নিয়ে যাচ্ছেন । মানুষ দেখলে বলবে কি ? এবার পন্ডিত মশাই এর স্বর নরম হয়ে আসল আর নরম সুরে বলল এটা কুকুর নয় পাঠা !! তবে এবার ভেতর ভেতরে সন্দেহ হল । সে কাধ হতে এটা নামিয়ে দেখল এটা পাঠা নাকি কুকুর ? ভেতরে পাঠা কুকুর হতে লাগল । এবং পন্ডিত মশাই চলতে লাগল । এবার তৃতীয় ঠগ এসে প্রনাম করে বল্ল পন্ডিত সাহেব ভাল আছেন ? মনে হয় না !! কারন আপনি এটা কি করছেন ? একজন বিজ্ঞ পন্ডিত হয়ে আপনি একটি কুকুর কে কাধে নিয়ে কই যাচ্ছেন ? আপনি এলাকার জ্ঞানি একজন ব্যাক্তি হয়ে এটা কি করছেন ? এবার পন্ডিত মশাই সন্দের প্রবল হল এবং পাঠাকে কুকির দেখতে লাগল আর বলতে লাগল সালারা আমাকে ঠকিয়েছে । পাঠা বলে কুকুর দিয়েছে । বলেই পাঠাকে ছুড়ে ফেলে চলে গেল । তিন ঠগ মনের আনন্দে পাঠা নিয়ে চলে গেল ।
এই পদ্ধতিতে পুজি বাজারের শত্রুরা গুজব রটিয়ে এবং পেনিক সৃষ্টি করে , কুট চাল তৈরি করে শেয়ার নামক পাঠা কম দামে হাতিয়ে নিচ্ছে । আপনারাও ওদের পেনিক এবং গুজবে পরে সব শেষ করে দিচ্ছেন । এদের এড়িয়ে চলুন লসে বেচবেন না । আপনি লস করবেন না । এখন বেইজ শেয়ারে থাকা উচিত ।কারন বাজার যে শেয়ার গুলো পতন কম হয় কিন্তু তুলনামুলক কম বেড়েছে সেগুলোতে থাকা উচিত ।এমন তিন ধরনের তিনটি শেয়ার নিয়ে আলোচনা হবে ।
বিনিয়োগ যোগ্যা । পাবলিকের কাছে ছিল ৫৬% এটি কমে এ মাসে হয়েছে ৫৩% এ মাসে আরো ইন্ষস্টিটিউট কিনবে এবং পাবলিক পোর্শন আরো কমবে। ইপিএস ভাল ছয়মাসে ৮৯ পয়শা । ব্যাবসা আরো ভাল হচ্ছে । সামনে Textile fundamental হিসাবে আত্নপ্রকাশ করবে । ঝড়ের সামনে পরলে সব ভাল শেয়ারও কিছুটা আঘাত প্রাপ্ত হয় ।কিন্তু আজ পতন ঝড়ের মাঝের লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি সহ .৪০ পয়শা পজেটিভ । কাল অনেক ভাল করবে ১৭+ হলেই ২০ এর আগে তেমন কোন বড় রেজিস্টান্স নেই বললেই চলে । যা হোক ২২+ Target .
Beximco : এই শেয়ারটি খারাপ বাজারেও ২৫-৩৬ পর্যন্ত ওঠা নামা করেছে । এখন কয়েক বছরের নিন্ম দামের কাছাকাছি অবস্থান করছে ।কিন্তু এখন দাম মাত্র ১৫+ । কিন্তু আমরা যতই যাই বলি এটি একটি বাজারের সাথে পাল্লাদেয়া শেয়ার । এটি লং টার্ম এবং short term এ খুব ভাল করবে । সামনে এটির কিছু ভাল নিউজ আসবে । এটার আয় দেখে লাভ নেই । আজ শেয়ার দাম ১০০+ হোক ৫ টাকা ইপিএস দেখাবে । বাজারও ভাল হবে এবং এটি সামনে ২৫-৩২ পর্যন্ত যেতে পারে । এটার সব কিছু এখন বলা ঠিক নয় ।
NLI 1ST : এটি একটি মিউচুয়াল ফান্ড এটার RSI 50। যদি কোন শেয়ার দ্বিগুন হয় তাহলে সেটি হল এটি কারন ।সবাই জানেন । যারা বড় বড় প্লেয়ার তারা জানেন এটি কোথায় যাবে তারা Collect করা শুরু করেছে । নেগেটিভের ইপিএসের ভীরে এটিই পজেটিভ দ্বিতীশ্র প্রান্তিকে আয় .৪৮ পয়শা । এটি সামনে আরো ভাল হবে পাবলিক শেয়ার কমছে । মাত্র ১ কোটি + পাবলিক শেয়ার । ব্যাংক যদি কোন মিউচুয়ালে Invest করে বুঝবেন এটি । গতবছর ১৩% ক্যাশ দিয়েছিল । ব্যাংক নিয়ে পেনিক দুর হবে । ডিভিডেন্ড দেয়া শুরু করলে । ব্যাংক গুলোও ভাল হবে । আগেই বলেছি । সব পেনিক । সামনে মুজিব বর্ষ বাজার ভাল হবেই হবে । ব্যাংক কিনবে বলে পেনিক দিচ্ছে । ব্যাংক কিন্তু কিনছে আর সেল দিয়ে পেনিক দিয়ে কিনছে । তবে বলে রাখি । বাজারে বিনিয়োগ শুরু হয়েছে এখন বাজার ঐ ভাবে উঠাবে না । কারন তাদের তো কম দামে বিনিয়োগ করতে হবে । ক্রয় করার সাথে সাথেই লাভ করবেন । সন্দেহ আর পেনিক হাতধরাধরি করে চলে । এগুলো হতে দুরে থাকুন । আপনি গোসল খানায় মনের আনন্দে গোসল করছেন এমন সময় একজন বল্ল দরজার ফুটো দিয়ে সব দেখছি । আপনার অবস্থাটা বুঝুন ।
এখন পুজিবাজারের সন্দেহ হল ।করোনা ভাইরাস । যা এখনো বাংলাদেশে দেখা যায় নি । সৃষ্টিকর্তা যেন আমাদের হেফাজত করেন এই মরন ঘাতি ভাইরাস হতে । করোনার কারনে বাংলাদেশে পোষাকের ওর্ডার বেড়েছে । যা কিনা পজেটিভ । গ্রীক দেবতার আকস্মিক ভয়পাওয়া হতে এই শব্দটির উতপত্তি ।এটি একটি রোগ ॥ এটার প্রভাব ভয়াবহ । তবে Panic মানে আতঙ্ক ।এটি এমন এক খারাপ বিষয় যা যুক্তির সাথে মিক্স করে প্রকাশ করলে গন আতঙ্কে রুপ নিতে পারে । তাই সাবধান !! নিজে যদি বিনিয়োগ কারী হন । তাহলে নিজের ক্ষতি নিজে করবেন না । শেয়ার লসে সেল করবেন না। আপনারা যদি লসে সেল না করেন তাহলে তারা কিনবে কই থেকে ? তখন বেশি দামে কিনতে বাধ্য হবে । এবং Demand & supply এর হিসাব মতে বাজার উঠতে থাকবে ॥ আমার দেয়া শেয়ারে সবাই মোটা মুটি লাভ করেছেন । এবং আল্লাহ চাইলে করতেই থাকবেন ইনশাআল্লাহ । একটি শেয়ার নিয়ে পেইন খাইলেও তা হতে বের হতে পেরেছি সেটি হল Queen south কেনা রেইট ছিল ৩৮.। বেনাস ক্যাশ দিয়ে adjust value ছিল ৩৩+ । লাভ করেছি পুজিও নিরাপদ। রেনেটা , Berger দিয়েছিলাম সবাই লাভ করছেন । এখন Far , DB লাভ করেছেন । এখন ট্রেন্ড এ আছে Newline এই একটি নিয়ে বাজারে দেখাশুনা করলে ভাল হবে । আজ কিছু Beximco & NLI কিনেছি আগের ছিল । এখন রেগুলার কিনতে থাকব । সামনে খুব তাড়াতাড়ি এগুলোর টার্গেট মিট হবে ইনশাআল্লাহ। কৌশলের বাজার । আমাদের চিন্তার বিপরীতে চলবে বাজার । এটাই স্বাভাবিক । কারন সামনে বড় বিনিয়োগ । সবচেয়ে বড় হতাশা আসে সফলতার ঠিক পুর্ব মুহুর্তে । রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে ।আবারও নিচের ছবিটিকে দেখিয়ে বলছি কৌশলের বাজার তাই চিন্তার কিছু নেই ।যথা সময়ে বিনিয়োগ আসবে । কিন্তু ফল তারায় পাবে যারা ধৈর্য ধরে এখন মার খাবে । দাদু : ওই ছেলে নারকেল গাছে উঠেছিস কেন ? ছেলে : Engineering কলেজের মেয়েদের দেখা যাচ্ছে । দাদু : হাতটা ছেড়ে দে তাহলে মেডিকেল কলেজের মেয়েদের দেখতে পাবি । আর হাতের শেয়ার লসে ছেড়ে দিয়ে দেখ আফসোস করবি । কিছু লোক আফসোস করেছে সুচক যখন বাড়ল । আরো আফসোস করল ৪১০০ সুচকের সময় যারা বেচল ॥ তবে সেইফ শেয়ারে থাকুন ।। আল্লাহ সবাই কে সুস্থ রাখুন সবার পুজিকে হেফাজত করুন । এই কামনায় ।
Comments
Post a Comment