Reasons behind punishment in Childhood!!
এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - ১. মার খাবার পরে কাঁদলে; ২. মার খাবার পরে না-কাঁদলে; ৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে; ৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে; ৫. খেলতে গিয়ে মার খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে; ৬. বড়দের আড্ডায় ঢুকলে; ৭. বড়দের কথার উত্তর না-দিলে; ৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে; ৯. অনেকদিন মার না-খেয়ে থাকলে; ১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে; ১১. বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে সালাম না-করলে; ১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে ১৩. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে; ১৪. খেতে না-চাইলে; ১৫. সন্ধে নামার আগে বাড়ি না-ফিরলে; ১৬. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে; ১৭. জেদ দেখালে; ১৮.রাতে ঘুমোতে না-চাইলে; ১৯.অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে রইলে; ২০.জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়লে । সবকটিই জীবনে ঘটে যাওয়া অতীত ঘটনা এবং সেই সাথে মর্মান্তিক 😂🤣