Reasons behind punishment in Childhood!!


এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো -
১. মার খাবার পরে কাঁদলে;
২. মার খাবার পরে না-কাঁদলে;
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে;
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে;
৫. খেলতে গিয়ে মার খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে;
৬. বড়দের আড্ডায় ঢুকলে;
৭. বড়দের কথার উত্তর না-দিলে;
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে;
৯. অনেকদিন মার না-খেয়ে থাকলে;
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে;
১১. বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে সালাম না-করলে;
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে ১৩. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে;
১৪. খেতে না-চাইলে;
১৫. সন্ধে নামার আগে বাড়ি না-ফিরলে;
১৬. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে;
১৭. জেদ দেখালে;
১৮.রাতে ঘুমোতে না-চাইলে;
১৯.অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে রইলে;
২০.জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়লে ।

সবকটিই জীবনে ঘটে যাওয়া অতীত ঘটনা এবং সেই সাথে মর্মান্তিক 😂🤣

Comments

Popular posts from this blog

Facts about being actuary !

জমির খতিয়ান কি কত প্রকার ও কি কি?

How to Run C and C++ Program in Sublime Text