Posts

Showing posts with the label share market

শেয়ারবাজারের গুজব–ঝুঁকি!! Risk of Rumor in Stock Market

আজ শেয়ারবাজারের ঝুঁকি নিয়ে আলাপ করা যেতে পারে। সেটা হলো গুজব–ঝুঁকি। গুজব হলো একটা গুরুতর ঝুঁকি, যা কোনো গণিতের মধ্য দিয়ে মাপা যায় বলে মনে করি না। তবে গুজবের উৎস আর লক্ষ্য—দুইই খুঁজে পাওয়া যায়। ধরুন, আমি বাজার থেকে কিছু শেয়ার কিনব। আমার উদ্দেশ্য হবে সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি শেয়ার কেনা। প্রথামতে, অনেক লোকের ভিড়ে আমি শেয়ারের দাম কমাতে পারব না। তবে ব্যবস্থা হয়েই যেতে পারে। নিজের পকেটের জোর খুব বেশি হলে আমি নিজেই তা পারতাম। সুবিধা হতো যদি আমার মতো উদ্দেশ্য আছে, এমন কয়েকজনের সঙ্গে ষড় করা যেত। ঢাকা শহরে ছাপা হয় প্রায় ৫১টি পত্রিকা। টেলিভিশনে রোজ টক শো হয় ২০টি। অনলাইনে পত্রিকার সংখ্যা সম্ভবত হাজারখানেক। তবে এখন সবচেয়ে সুবিধাজনক মিডিয়া হচ্ছে ফেসবুক, টুইটার ইত্যাদি। গুজব রটানোর জন্য শুধু একটি ছোট্ট প্রশ্ন তোলা দরকার। ‘সরগরম কোম্পানি লিমিটেড নাকি ঠান্ডা মেরে যাচ্ছে?’ দেখবেন আমার এ বদ বুদ্ধির পক্ষে অনেক লোক দাঁড়িয়ে গেছে। যাদের বেশির ভাগই নিজেরা বুঝতে পারে না অথচ তারা আমার হয়ে গুজব ছড়াচ্ছে। জেল–জরিমানার মতো অপরাধ করছে। ধরা যাক, আমাদের সরগরম কোম্পানি লিমিটেড, এর দাম ২০ টাকা। তারা কম্বল বানায়। ল...