Analysis on share market of Bangladesh


মশার বাচ্চা প্রথমবারের মতো উড়তে বের হয়েছে। সারা রাত উড়ে সকালের দিকে বাসায় আসার পর মশার বাবা জিজ্ঞেস করল—‘তো বাবা, উড়ে কেমন মজা পেলে?’ মশার বাচ্চাটি উত্তর দিল, ‘উড়ে অনেক মজা বাবা। কী বলব আর সে কথা। যত মানুষের সঙ্গে দেখা হয়েছে, সবাই কত হাততালি দিল!’ ব্যাপারটা বুঝুন আগে সবকিছু পজেটিভ না নিলেও মশার বাচ্চার মত নেগেটিভ বিষয় কে পজেটিভ নিয়ে বসে থাকেন আর পজেটিভ বিষয় নিয়ে নেগেটিভ হয়ে থাকেন বাজার একটানা ওঠে না । আপনিও জানেন । তাই পতন হবে এটাও স্বাভাবিক । কিন্তু মানতে না পারাটাই হল কষ্টের কারন । একটু ধৈর্য ধরেন বাজার ভাল হবে কিন্তু উত্থান পতনের মধ্যে দিয়ে । প্রধান সমস্যা হল শেয়ার কেনার পর বাজার পরলেই আপনি নেগেটিভ । "পোর্টফোলিও তে টাকা থাকলে পতনের পেনিক । আর টাকা না থাকলেই উত্থানের পোষ্ট " এসব আর কতদিন ? " কতদিন পুজি বাজার নিয়ে জ্ঞান আসবে ? আর কতদিন পেইড এডমিনদের কাছে হতে শেয়ার কিনবেন ? আমি আইটেম দেই না তবুও বেশকয়েকটি শেয়ার দিয়েছি ।কারন একটায় আপনারা যেন কারো ফাদে না পরেন । কয়েকটি বেশ ভালো করছে । সামনেও করবে । কিন্তু গুজব আর পেইড এডমিন হতে দুরে থাকুন ।বাজার ব্যাংক সহ বেশকিছু বিনিয়োগ আসিতেছে । যারা প্রফিট তুলে নিল তারাও বিনিয়োগে গেছে কারন বাজার এ শেয়ারের Demand বেড়ে গিয়েছে । তাই তারা কম দামে কিনতে শুরু করেছে । আর পেনিক দিচ্ছে । ওদের মুখে ছাই দিন । এক সৈন্য ভুল করে তার মগ উলটে রেখে গেলো টেবিলে। জেনারেলের তেষ্টা পেয়েছে, পেয়াদাকে হুকুম করলেন পানি আনার জন্য। পেয়াদা অনেক ক্ষন দেখে ফিরে এসে রিপোর্ট করলো স্যার পানি আনতে পারবো না, মগের কোনো মুখ নেই। … জেনারেল গেলেন টেবিলের কাছে অনেক ক্ষন গবেষনা করে বললেন কি আশ্চর্য এটার তো তলাও নেই। সৈন্য এবং জেনারেল যেমন বেকুব তেমনি আমরা সাধারন বিনিয়োগ কারীরা এবং নিয়ন্ত্রকরাও । হয়ত তারা বেকুব হওয়ার অভিনয় করে । যা হোক হীতে বিপরীত হতে যাচ্ছে । বাজার এখন আবার অন্য নিয়ন্ত্রনে তবে ভাল হবে । বাজার এখন কৌশলীদের হাতে পতন কে তদারকি করে নিদ্রিষ্ট লেভেল গুলোতে সাপোর্ট এবং আপডাউনের মাধ্যেমে ধীরে ধীরে উঠাবে চিন্তার কোন কারন নেই । পূর্নিমা রাত ছিল…….. ওর হাতে আমার হাত ছিল……. ওর পায়ে আমার পা ছিল…… ওর উপরে আমি ছিলাম…… আমার নীচে ও ছিল…… বলুনতো ও আমার কে ছিল এত উতলা হইয়েন না আর রোমান্টিক হইয়েন না .... ….. . . . . . . . . . . . . . . . . . . . ও আমার সাইকেল ছিল । এমনিতেই আপনারা অতিমাত্রায় নেগেটিভ এবং অতি মাত্রায় পজেটিভ হওয়ার কারনে বাজার দিক হারিয়ে ফেলে । কিন্তু একটা নিয়ম ফলো করোন । ""পর্যায় ক্রমে করুন বেচা বা কেনা যাই হোক । বাজার বাড়তে থাকলে পর্যায় ক্রমে বেচুন এবং কমতে থাকলে পর্যায় ক্রমে কিনুন । এতে বাজার নিয়ন্ত্রন এ থাকবে দিক হাড়াবে না । বাজারে ক্যাশ বোনাস ঢুকছে নতুন বিনিয়োগ ঢুকছে । বাজার তো পথ হারানোর কথা নয় । হাড়াবেনা apni। মা ছেলেকে বল্ল কেমন বউ চাস ? ছেলে বল্ল -----.................. এমন একটা বউ চাই ৫’৫” যার হবে Height Jeans যার হবে Tight চেহারা যার হবে Bright Weight যার হবে Light বয়সেরবে পার্থক্য হবে Slight সামান্য হবে সে Quiet প্রতিদিন Dinner এ থাকবে Candle Light উভয়ের মাঝে হবেনা কখনো Fight স্বভাব চরিত্র তার হবে Simple হাসলে তার গালে পড়বে Dimple মন হবে তার বিশাল Like Atlantic অবশ্যই এবং অবশ্যই হতে হবে Romantic মিলন হবে @ চাঁদনি Night অন্তর হবে Full of Delight এমন মেয়ে পাব কথায় ? তবে কি এই জীবনে বিয়ে করা হবেনা?? হয়ত এমন মেয়েও পাবেন আবার বিয়েও করবেন । কিন্তু মনের মত কখনও বাজার পাবেন না । এমন বউ পেলেও কিন্তু আপনাদের অস্থিরতার কারলে সুখী হতে পারবেন না। কিনলেই বেচার জন্য এবং বেচলেই কেনার জন্য অস্থির হয়ে ওঠেন । স্থির হতে শিখুন । ধৈর্যশীল হোন । নিচের ছবিটি দেখুন । জ্ঞান অর্জন করুন বাজারের উপর বাজারই দেখিয়ে দেবে আপনাকে কোথায় যেতে হবে ।কারো সাহায্য লাগবে না । আল্লাহ সবাই কে নিজের পুজি নিজেকে হেফাজত করার তৌফিক দান করুন এই কামনায় । বি দ্র: আপনাদের যদি পোষ্টটি নুন্যতম ভাল লেগে থাকে তাহলে শেয়ার এবং কমেন্টস করে পেইজে লাইক দিন । আর কোরোনা ভাইরাস নিয়ে পেনিক হবেন না । চলছে ভয়ের ব্যাবসা । এটা হতে দুরে থাকুন ।

Comments

Popular posts from this blog

Facts about being actuary !

জমির খতিয়ান কি কত প্রকার ও কি কি?

How to Run C and C++ Program in Sublime Text