Share Market_1
কোটি টাকার প্রশ্ন, এবং বলার অপেক্ষা রাখে না যে, শেয়ার বাজারে যার ন্যূনতম বিনিয়োগ রয়েছে অন্য সবার সাথে তিনিও জানতে আগ্রহী।
ধরে নিলাম আপনি শেয়ার বাজারে সফল হতে চান এবং সফলতার রহস্য খুঁজে বেড়াচ্ছেন বছরের পর বছর ধরে।
সাধারনত ৩ ধরণের বিনিয়োগকারী রয়েছে যারা নানা উপায়ে রহস্য আবিষ্কারের বেস্ত রয়েছে।
(১). শিক্ষিতঃ ইন্টারনেট এ ঘাঁটাঘাঁটি, বিভিন্ন চারটিং সফটওয়্যার, শেয়ার বাজার কিংবা টেকনিক্যাল এনালাইসিস শিখতে কোর্স সহ যাবতীয় শিক্ষার উপকরণ নিয়ে আছে। সাধারনত ছাত্র, সল্প/ মাঝারী বিনিয়োগকারী, শেখার প্রতি আগ্রহ যাদের রয়েছে তারা এ কাতারে পড়ে।
(২). অর্ধ- শিক্ষিতঃ বিশ্বাস করুন আর নাই করুন, আমাদের দেখের অধিকাংশ বিনিয়োগকারী এ কাতারে পড়ে; ষ্টক বাংলাদেশ থেকে কোর্স করে, টুক টাক এনালাইসিস শিখেই ইনারা শেয়ার বাজারে বিনিয়োগ করে বসে, উর্ধ মুখি বাজারে নিজের এনালাইসিসের উপর ভিত্তি করে যা লাভ করে থাকে পরবর্তীতে মন্দা বাজারে বা গুটি কয়েক ভুল সিদ্ধান্ত নিয়ে লাভের তিন গুন লস করে আত্ত বিশ্বাস হারিয়ে ফেলে লস রিকভারের জন্য নিউজের পিছনে ছুটা ছুটি শুরু করে পুজি গায়েব করে ফেলে।
(৩). মুর্খঃ সর্বমোট বিনিয়োগকারীদের মধ্যে ৫০% অর্ধ শিক্ষিত হলে বাকি ৫০% এর মধ্যে ৩০% ই হল গন্ড মুর্খ শ্রেণীর। এরা মূলত নিউজের পিছনে ছুটা ছুটি করে জিন্দেগী পার করে ফেলে, বিভিন্ন এনালিসিস নিয়ে যতই যুক্তি দেখান না কেন এরা গোঁয়ারের মত বেকে বসে, " এনালাইসিস/ শেখার কিছুই নাই, মামু/ গেম্বলার যেখানে আছে সেখানেই সফলতা আসে"। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সাথে বিভিন্ন মারচেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের ট্রেডারদের ৯০% এ কাতারে পড়ে; শেয়ার বাজার বিকাশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কিংবা সিকুইরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের দমন নীতি যতটা ক্ষতিকর তার চেয়ে অনেক বেশী ক্ষতি সাধন করে এ সম্প্রদায়; নিজে গন্ড মুর্খ হলেও জ্ঞান বিতরণে ইহাদের পিছু হটতে দেখা যায় না। যে কোন ব্রোকারেজ হাউজেই যান না কেন, ট্রেডারগন মাছির মত ভেন ভেন করে কানের কাছে চুপিসারি আপনাকে গোপন নিউজ দিয়ে বেড়াবে, অমুক গেম্বলার/ বড় বিনিয়োগকারী অমুক শেয়ার কিনতেছে, সাউন্ড কড়া আছে, অল্পদিনেই পুজি ডাবল, বিফলে মূল্য ফেরত ইত্যাদি বলে আপনাকে প্রায় বাধ্য করবে নিজ সিদ্ধান্ত থেকে দূরে সরে এসে বিপথে পা দিতে। ভাগ্য ভাল হলে দুই একবার লাভ পাবেন এবং উহাকে গর্বের সাথে বলতে শুনবেন, " আমি কইছি না, এখন দেখছেন প্রমান পাইছেন..." বলার অপেক্ষা রাখে না যে, অধিকাংশ ক্ষেত্রেই ভাগ্য আপনার সাথে বিমাতা সুলভ আচরন করবে, কেন এমন হল জানতে চাইলে শুরুতে শুনবেন এভারেজ করেন এবং বড় ধরণের লসের পর শুনবেন গেম্বলার আমার হাউজে কিন্তেছে কিন্তু অন্য হাউজে সেল দিয়ে দিছে- এখানে কি করার আছে? আপনার আর কি লস, অমুক বড় বিনিয়োগকারীর কোটি টাকা লস ইত্যাদি... ঘাবড়াবেন না, অন্য আরেক গুরুর সন্ধান পাইছি এইবার সব লস একটা আইটেমেই পুসাইয়া দিমু নে...।
Now ask yourself, which category of investor, you are?
Do you able to take 100% responsibilities & invest using your own judgement?
Do you often ask for some FB/Analist/Item GURU?
Do you listen/ discuss with your traders for their advice/opinion about your investment?
-----------
দ্বিতীয় অংশে জাবার আগে পুনরায় নিজেকে জিজ্ঞেস করুনঃ
Are you more interested in being right or being profitable?
প্রশ্নটা যত সহজ মনে হচ্ছে উত্তর করতে গেলে এ ধরণের Crucial প্রশ্নে হুট করে কিছু বলা যায় না, ভেবে নিন্তে বলে হয় আবার যতই ভাবতে থাকবেন ততই কঠিন মনে হবে।
অনেকেই ভাবনা চিন্তা ছাড়াই বলে দিবে "profitable"- কিন্তু হরহামেশাই বাস্তবে তাদের বিপরীত কাজ করে থাকে, বাজার বা নির্দিষ্ট কোন শেয়ার সঠিক ট্রেন্ড মনে করে বিনিয়োগ করে বসলেন কিন্তু বাস্তবে তা কতটুকু ফলপ্রসূ হয়? এমনও দেখা যায় যে, আপনি এমন সময় উর্ধ মুখি হবে মনে করে শেয়ার ক্রয় করছেন বাস্তবে সেটা তখন reversal এর জন্য তৈরি হচ্ছে, কিছুদিন পরে দেখলেন সময়ের সাথে সাথে লসের বোঝা বাড়ছে এবং তখন ফিরে তাকিয়ে বুঝতে পারলেন সে সময়ে আপনার ক্রয় করার পিছনে কোন যুক্তি খুঁজে পাচ্ছেন না।
অধিকাংশ বিনিয়োগকারীগণ মনে করেন being right এবং being profitable একই জিনিষ/ ব্যাপার। বিভিন্ন চারটিং সফটওয়্যার, এমিব্রোকার AFL এ বাই সিগন্যাল দেখে অনুপ্রাণিত হলেন কিন্তু বাস্তবে তার কতটুকু কাজে লাগছে? ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এনালিস্ট/ হট আইটেম গুরু প্রচারের উদ্দেশ্যে তাদের পুর্বনির্বাচিত শেয়ারের সাফল্যের বানি প্রচার করছে, ইন্টারনেট ঘেঁটে ১০০% লাভ জনক সিস্টেমের চমক প্রদ বিজ্ঞাপনী সাফল্যের কথা ইত্যাদি আরো কত কি।
মুদ্রার এপিট- ওপিঠ এর মতই প্রত্যেক সাফল্যের পিছনে বের্থতা রয়েছে যা কখনই প্রচার করা হয় না, দেখা যায় তাদের টিপস/ সিস্টেমে বাস্তবে খুব সল্প পরিমানেই কাজে লাগিয়ে টাকা বানানো যায় কিন্তু যখন সিস্টেম ফেল করে তখন বড় ধরণের ফেইল মারে অথবা Wining ট্রেডের চেয়ে Losing ট্রেডের সংখাই বেশী এবং কিছুদিন পর জোগ- বিয়োগ করে দেখলেন যত না লাভ হয়েছে তার চেয়ে বেশিই লস হয়েছে, ফলাফল ইকুইটি কমেছে।
If you be right a trade you pick is a common mistake of others- আপনি যখনি কোন শেয়ার থেকে লাভ করেন না কেন এর পিছনে রয়েছে অন্য আরেক বিনিয়োগকারী/ বিনিয়োগকারীদের common ভুল সিদ্ধান্ত।
অধিকাংশ ক্ষেত্রেই আমরা কমন ভুল বারংবার করতেই থাকি, বড় ধরণের ভুল থেকে আমরা সাময়িক কিছু শিক্ষা পেলেও পরবর্তীতে আবেগ/ লোভের বশবর্তি হয়ে সেই একই ভুল পুনরায় করে থাকি।
না জানলে লজ্জা নেই কিন্তু জানার আগ্রহ না থাকাটা অপরাধ এবং জেনে শুনে ভুল করার মাশুল আপনাকেই দিতে হবে।
Some common mistake of our share market investors:
(১). পরিকল্পনা বিহীন বিনিয়োগ সিদ্ধান্তঃ হর- হামেসাই এ ভুলটি হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিনিয়োগের ক্ষেত্রে আমাদের কোন ধরণের পুর্ব পরিকল্পনা থাকে না, অনেকেই প্রতিদিন শুধু মাত্র চা- নাস্তা খাওয়া ও আড্ডা মারার উদ্দেশ্যে ব্রোকারেজ হাউজে আসে, গায়ে পড়ে ট্রেডারদের আলগা উপদেশ তো রয়েছেই সাথে পাশে বসা অন্য বিনিয়োগকারীর ক্রয়- বিক্রয় দেখে খামাখাই ট্রেড করে বসেন। গন্ড মুর্খদের উদ্দেশ্যই থাকে বিভিন্ন ব্রোকারেজ হাউজে ঘুরে বেড়ানো আর গুঁজব তথা নিউজ প্রচার করা, হাউজে গিয়ে ট্রেড করার সমস্যা হচ্ছে না চাইলেও আপনাকে গুঁজব শুনতে হবে এবং এক সময় নিজের পরিকল্পনা থেকে সরে এসে নিউজের উপর অতি মাত্রায় নির্ভরশীল হয়ে নিজেকেই বলদ হিসেবে প্রতিষ্ঠিত হবার আশংখা থাকে।
ইদানীং অনেকেই বিভিন্ন শেয়ার গুরুর ভুল এনালাইসিস অথবা নিউজ সংগ্রহের উদ্দেশ্যে ফেসবুক সহ বিভিন্ন গন মাধ্যমে দিনের বেশীরভাগ সময় অপচয় করছে; কেউ আবার নিয়মিত খোঁজ খবর রাখেন অমুক তমুক বড় বিনিয়োগকারী কি ক্রয় বিক্রয় করে তা দেখে এবং আন্দাজেই ট্রেড করে বসে, কিন্তু একবারও ভেবে দেখেন না যে বড় বিনিয়োগকারী টিও আপনার মত অতি সাধারন বিনিয়োগকারী যিনি মাঝে মধ্যে লাভ করলেও অধিকাংশ ক্ষেত্রে লস করে থাকেন; ট্রেডারের সহায়তায় দেখলেন উনি গতবার অমুক শেয়ারে ১০ লক্ষ টাকা লাভ করেছেন কিন্তু Bigger Picture আপনি দেখতে পেলেন না যে উনি দেখা গেল ৫-৭ কোটি টাকা বিনিয়োগ করে ১০ লক্ষ লাভ করেছেন ঠিকই যা শতকরা হারে নগণ্য!! কিংবা বিপরীতে অন্যান্য শেয়ারে ১ কোটি টাকা লস করে বসে আছেন।
(২). পরিকল্পনা থাকলেও বাস্তবে তা ১০০% মেনে না চলাঃ ধরে নিলাম যে কোন শেয়ার ক্রয়ের ক্ষেত্রে আপনি পরিকল্পনা মেনেছেন; No one is always right- শেয়ার বাজারে আপনি লাভ করলে একই সময়ে অন্য কেউ লস করে, সর্বদা পরিকল্পনা অনুযায়ী শেয়ার/ বাজারের মুভমেন্ট মেলে না। মনে করি আপনি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এনালাইসিস ও সর্বোপরি বিভিন্ন নিউজের উপর ভিত্তি করে "ABCD" শেয়ার ক্রয় করলেন ৭০ টাকা করে, উদ্দেশো ৮৫ টাকায় বিক্রয় করবেন কিন্তু দেখা গেল শেয়ারটির দর বিপরীত মুখি হাটা শুরু করছে, ৬৮ টাকা, ৬৬ টাকা পর্যন্ত নামল, যতই কমে আপনি ততই এভারেজ করতে লাগলেন এইভাবে এক সময় পোর্টফলিওর সব শেয়ার বেচে দিয়ে ABCD লোড নিলেন ১০০%, বাজার দর ৬৬ থেকে একধাপ নামল ৬২ টাকা যেখানে এভারেজ ক্রয় মূল্য ৬৭ টাকা কিন্তু এভারেজ করার আর কোন পথ নাই, ক্রয় ক্ষমতা শেষ, এ সময় নিউজ প্রকাশিত হল কিন্তু দাম না বেড়ে কমতে শুরু করল এবং ৩০ দিন পর দেখলেন শেয়ারটি ৪৫ টাকায় নেমে গেছে এর পর একবার উঠে ৫৫ টাকা আবার নামে এই অবস্থা, সল্প মেয়াদি বিনিয়োগকারী হলেও বাধ্য হয়ে আপনাকে লং টাইম ইনভেস্টরে পরিনত হতে হয়েছে, চোখের সামনে অনেক শেয়ার বাড়ছে কিন্তু আপনার উন্নতি নাই... এ ধরণের কোন ঘটনার কবলে পরেছেন কেউ?
ভাগ্যকে দোষ কিংবা নিউজ প্রচারকারীকে দোষ দিয়ে লাভ নেই, এখানে হয়ত আপনার পরিকল্পনা সঠিক ছিলনা কিংবা পরিকল্পনার কোন অংশে এসে আপনি আবেগি হয়ে পড়ে ছিলেন।
পরিকল্পনায় একটা নির্দিষ্ট দর পর্যন্ত নাম্লে আপনি Stop-loss দিয়ে বিক্রয় করে দেয়ার কথা থাকলেও বাস্তবে তা না করে আপনি লোভী হয়ে বিক্রয় না করে ধরে রেখেছেন উপরোক্ত খামাখাই এভারেজ করে গেছেন।
(৩). ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তনঃ অনেকেই আছেন যারা এক সিস্টেমে সাফল্য না পেলে সাথে সাথেই আরেক সিস্টেম ফলো করে বসেন, শুরুতে এনাইসিস করে শেয়ার কিনেন পরে লাভ না হয়ে কিছু লস হলে নিউজের পিছনে ছুটেন, অল্পসল্প এনালাসিস শিখে যে কোন ইনডিকেটর উপর ভর করে বিনিয়োগ করেন তো পরবর্তীতে কাজে না লাগ্লে তা ছুড়ে ফেলে আরেক এমিব্রোকার AFL এর বাই সিগন্যালের পিছনে ছুটেন; ডে টেডিং/ স্বল্প মেয়াদি বিনিয়গে বের্থ হয়ে সাথে সাথে মধ্য মেয়াদি/ দির্ঘ মেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে বসেন, এক গুরুর নিউজে ক্রয় করে ধরা খেয়ে আরেক গুরুর শরণাপন্ন হয়ে পুনরায় আবার ধরা খান আবার অন্য গুরুর পিছনে যাত্রা শুরু... ইত্যাদি।
(৪). Risk Control বিহীন বিনিয়োগঃ Do not put all your eggs in same basket- পোর্টফলিও Diversify না করে সমগ্র পোর্টফলিওতে শুধুমাত্র একটি শেয়ারে বিনিয়গ কিংবা একক কোন শেয়ারে অতি মাত্রায় বিনিয়োগ, পোর্টফলিওতে হরেক রকম মালের মুদি দোকানের মালে ভর পুর করে ফেলা ইত্যাদি সকল ভুল সিদ্ধান্তই আসে . Risk Control বিহীন বিনিয়োগ এর ফলে; একক শেয়ারে অতিমাত্রায় বিনিয়োগ যেমন Risk বৃদ্ধি পায় ঠিক তেমনি হ্রেক রকম মালের মত ছোট পোর্টফলিওতে নানান কিসিমের শেয়ার নিয়ে ভরে ফেলাটাও বড় ধরণের ভুল সিদ্ধান্ত। ২ নং এ দেখুন, Stop loss বলে যে একটা জিনিষ অগাওঙ্গি ভাবে জড়িত যা অবহেলা করা মানেই হল বিপদে পরার লক্ষন।
(৫). অলীক সপ্ন দেখা/ অতি মাত্রায় রক্ষণাত্মক নীতিঃ কেউ কেউ অতি মাত্রায় সাহসী হয়ে ঝুঁকি নিয়ে দিবা সপ্ন দেখতে শুরু করেন, অমুক শেয়ার কিনলাম... দিনে ৪০%/৬০% লাভ আসবে তার আগে নো সেল ইত্যাদি; অধিকাংশ ক্ষেত্রেই সপ্ন ভঙ্গ হয়ে থাকে, কোন শেয়ার কত দিনে কত যাবে এবং এই সিদ্ধান্তে অটল থেকে বিনিয়োগের সিদ্ধান্তই ভুল সিদ্ধান্ত, প্রাথমিক ভাবে একটা টার্গেট থাক্তেই পারে কিন্তু তাই বলে টার্গেট পুরন না হলে খেলুম না- এ জাতিয় সপ্ন দেখার কোন মানেই হয় না, সময়ই বলে দিবে কখন বিক্রয় করবেন, দেখা গেল টার্গেট ৪০% থাকলেও শেয়ারটি ক্রয়ের পর ২০% লাভ পর্যন্ত উঠে পুনরায় ৩০% কারেকশান হল তখন লাভের স্থলে লস গুন্তে হবে বসে বসে।
অতি মাত্রায় রক্ষণাত্মক নীতি মেনে অনেকেই আছেন যারা খালি কম দামের শেয়ার খুঁজে বিনিয়োগ করে, কোন শেয়ার গত ১-৩ বছরের সর্ব নিন্ম দর দেখে লাফ দিয়া ক্রয় করতে যাওয়া এক ধরণের গাধামি... Don't try to catch the falling knife, পিই রেশিও মাত্র ৫/৭ আছে দেখে শেয়ার কিনবেন?- Well this is bullshit!! বাস্তব উধাহারন হিসেবে UNITEDAIR এর কথা ধরা যাক, ফেস ভেলু মাত্র ১০ টাকা থাকাকালিন অনেকেই ভুল বশত ভেবে বসলেন এর চেয়ে আর কমার চান্স নাই কিন্তু এখন ৭.৩ টাকা মাত্র, আরো কয়েক মাস পরে শেয়ারটি যে ৩/৪ টাকায় নেমে আসবে না তার নিশ্চয়তা আছে? বাজারে চাহিদা নেই দেখেই শেয়ারের দাম কম থাকে এবং ফলশ্রুতিতে পিই রেশিও অনেক কম থাকে।
Never ever try to buy the lowest & sell the highest- because its simply impossible. Better, Buy at high & sell at Higher which is more realistic approach.
(...to be continue...চলমান......... Enough for a day, will write more some-other times)
ধরে নিলাম আপনি শেয়ার বাজারে সফল হতে চান এবং সফলতার রহস্য খুঁজে বেড়াচ্ছেন বছরের পর বছর ধরে।
সাধারনত ৩ ধরণের বিনিয়োগকারী রয়েছে যারা নানা উপায়ে রহস্য আবিষ্কারের বেস্ত রয়েছে।
(১). শিক্ষিতঃ ইন্টারনেট এ ঘাঁটাঘাঁটি, বিভিন্ন চারটিং সফটওয়্যার, শেয়ার বাজার কিংবা টেকনিক্যাল এনালাইসিস শিখতে কোর্স সহ যাবতীয় শিক্ষার উপকরণ নিয়ে আছে। সাধারনত ছাত্র, সল্প/ মাঝারী বিনিয়োগকারী, শেখার প্রতি আগ্রহ যাদের রয়েছে তারা এ কাতারে পড়ে।
(২). অর্ধ- শিক্ষিতঃ বিশ্বাস করুন আর নাই করুন, আমাদের দেখের অধিকাংশ বিনিয়োগকারী এ কাতারে পড়ে; ষ্টক বাংলাদেশ থেকে কোর্স করে, টুক টাক এনালাইসিস শিখেই ইনারা শেয়ার বাজারে বিনিয়োগ করে বসে, উর্ধ মুখি বাজারে নিজের এনালাইসিসের উপর ভিত্তি করে যা লাভ করে থাকে পরবর্তীতে মন্দা বাজারে বা গুটি কয়েক ভুল সিদ্ধান্ত নিয়ে লাভের তিন গুন লস করে আত্ত বিশ্বাস হারিয়ে ফেলে লস রিকভারের জন্য নিউজের পিছনে ছুটা ছুটি শুরু করে পুজি গায়েব করে ফেলে।
(৩). মুর্খঃ সর্বমোট বিনিয়োগকারীদের মধ্যে ৫০% অর্ধ শিক্ষিত হলে বাকি ৫০% এর মধ্যে ৩০% ই হল গন্ড মুর্খ শ্রেণীর। এরা মূলত নিউজের পিছনে ছুটা ছুটি করে জিন্দেগী পার করে ফেলে, বিভিন্ন এনালিসিস নিয়ে যতই যুক্তি দেখান না কেন এরা গোঁয়ারের মত বেকে বসে, " এনালাইসিস/ শেখার কিছুই নাই, মামু/ গেম্বলার যেখানে আছে সেখানেই সফলতা আসে"। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সাথে বিভিন্ন মারচেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের ট্রেডারদের ৯০% এ কাতারে পড়ে; শেয়ার বাজার বিকাশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কিংবা সিকুইরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের দমন নীতি যতটা ক্ষতিকর তার চেয়ে অনেক বেশী ক্ষতি সাধন করে এ সম্প্রদায়; নিজে গন্ড মুর্খ হলেও জ্ঞান বিতরণে ইহাদের পিছু হটতে দেখা যায় না। যে কোন ব্রোকারেজ হাউজেই যান না কেন, ট্রেডারগন মাছির মত ভেন ভেন করে কানের কাছে চুপিসারি আপনাকে গোপন নিউজ দিয়ে বেড়াবে, অমুক গেম্বলার/ বড় বিনিয়োগকারী অমুক শেয়ার কিনতেছে, সাউন্ড কড়া আছে, অল্পদিনেই পুজি ডাবল, বিফলে মূল্য ফেরত ইত্যাদি বলে আপনাকে প্রায় বাধ্য করবে নিজ সিদ্ধান্ত থেকে দূরে সরে এসে বিপথে পা দিতে। ভাগ্য ভাল হলে দুই একবার লাভ পাবেন এবং উহাকে গর্বের সাথে বলতে শুনবেন, " আমি কইছি না, এখন দেখছেন প্রমান পাইছেন..." বলার অপেক্ষা রাখে না যে, অধিকাংশ ক্ষেত্রেই ভাগ্য আপনার সাথে বিমাতা সুলভ আচরন করবে, কেন এমন হল জানতে চাইলে শুরুতে শুনবেন এভারেজ করেন এবং বড় ধরণের লসের পর শুনবেন গেম্বলার আমার হাউজে কিন্তেছে কিন্তু অন্য হাউজে সেল দিয়ে দিছে- এখানে কি করার আছে? আপনার আর কি লস, অমুক বড় বিনিয়োগকারীর কোটি টাকা লস ইত্যাদি... ঘাবড়াবেন না, অন্য আরেক গুরুর সন্ধান পাইছি এইবার সব লস একটা আইটেমেই পুসাইয়া দিমু নে...।
Now ask yourself, which category of investor, you are?
Do you able to take 100% responsibilities & invest using your own judgement?
Do you often ask for some FB/Analist/Item GURU?
Do you listen/ discuss with your traders for their advice/opinion about your investment?
-----------
দ্বিতীয় অংশে জাবার আগে পুনরায় নিজেকে জিজ্ঞেস করুনঃ
Are you more interested in being right or being profitable?
প্রশ্নটা যত সহজ মনে হচ্ছে উত্তর করতে গেলে এ ধরণের Crucial প্রশ্নে হুট করে কিছু বলা যায় না, ভেবে নিন্তে বলে হয় আবার যতই ভাবতে থাকবেন ততই কঠিন মনে হবে।
অনেকেই ভাবনা চিন্তা ছাড়াই বলে দিবে "profitable"- কিন্তু হরহামেশাই বাস্তবে তাদের বিপরীত কাজ করে থাকে, বাজার বা নির্দিষ্ট কোন শেয়ার সঠিক ট্রেন্ড মনে করে বিনিয়োগ করে বসলেন কিন্তু বাস্তবে তা কতটুকু ফলপ্রসূ হয়? এমনও দেখা যায় যে, আপনি এমন সময় উর্ধ মুখি হবে মনে করে শেয়ার ক্রয় করছেন বাস্তবে সেটা তখন reversal এর জন্য তৈরি হচ্ছে, কিছুদিন পরে দেখলেন সময়ের সাথে সাথে লসের বোঝা বাড়ছে এবং তখন ফিরে তাকিয়ে বুঝতে পারলেন সে সময়ে আপনার ক্রয় করার পিছনে কোন যুক্তি খুঁজে পাচ্ছেন না।
অধিকাংশ বিনিয়োগকারীগণ মনে করেন being right এবং being profitable একই জিনিষ/ ব্যাপার। বিভিন্ন চারটিং সফটওয়্যার, এমিব্রোকার AFL এ বাই সিগন্যাল দেখে অনুপ্রাণিত হলেন কিন্তু বাস্তবে তার কতটুকু কাজে লাগছে? ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এনালিস্ট/ হট আইটেম গুরু প্রচারের উদ্দেশ্যে তাদের পুর্বনির্বাচিত শেয়ারের সাফল্যের বানি প্রচার করছে, ইন্টারনেট ঘেঁটে ১০০% লাভ জনক সিস্টেমের চমক প্রদ বিজ্ঞাপনী সাফল্যের কথা ইত্যাদি আরো কত কি।
মুদ্রার এপিট- ওপিঠ এর মতই প্রত্যেক সাফল্যের পিছনে বের্থতা রয়েছে যা কখনই প্রচার করা হয় না, দেখা যায় তাদের টিপস/ সিস্টেমে বাস্তবে খুব সল্প পরিমানেই কাজে লাগিয়ে টাকা বানানো যায় কিন্তু যখন সিস্টেম ফেল করে তখন বড় ধরণের ফেইল মারে অথবা Wining ট্রেডের চেয়ে Losing ট্রেডের সংখাই বেশী এবং কিছুদিন পর জোগ- বিয়োগ করে দেখলেন যত না লাভ হয়েছে তার চেয়ে বেশিই লস হয়েছে, ফলাফল ইকুইটি কমেছে।
If you be right a trade you pick is a common mistake of others- আপনি যখনি কোন শেয়ার থেকে লাভ করেন না কেন এর পিছনে রয়েছে অন্য আরেক বিনিয়োগকারী/ বিনিয়োগকারীদের common ভুল সিদ্ধান্ত।
অধিকাংশ ক্ষেত্রেই আমরা কমন ভুল বারংবার করতেই থাকি, বড় ধরণের ভুল থেকে আমরা সাময়িক কিছু শিক্ষা পেলেও পরবর্তীতে আবেগ/ লোভের বশবর্তি হয়ে সেই একই ভুল পুনরায় করে থাকি।
না জানলে লজ্জা নেই কিন্তু জানার আগ্রহ না থাকাটা অপরাধ এবং জেনে শুনে ভুল করার মাশুল আপনাকেই দিতে হবে।
Some common mistake of our share market investors:
(১). পরিকল্পনা বিহীন বিনিয়োগ সিদ্ধান্তঃ হর- হামেসাই এ ভুলটি হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিনিয়োগের ক্ষেত্রে আমাদের কোন ধরণের পুর্ব পরিকল্পনা থাকে না, অনেকেই প্রতিদিন শুধু মাত্র চা- নাস্তা খাওয়া ও আড্ডা মারার উদ্দেশ্যে ব্রোকারেজ হাউজে আসে, গায়ে পড়ে ট্রেডারদের আলগা উপদেশ তো রয়েছেই সাথে পাশে বসা অন্য বিনিয়োগকারীর ক্রয়- বিক্রয় দেখে খামাখাই ট্রেড করে বসেন। গন্ড মুর্খদের উদ্দেশ্যই থাকে বিভিন্ন ব্রোকারেজ হাউজে ঘুরে বেড়ানো আর গুঁজব তথা নিউজ প্রচার করা, হাউজে গিয়ে ট্রেড করার সমস্যা হচ্ছে না চাইলেও আপনাকে গুঁজব শুনতে হবে এবং এক সময় নিজের পরিকল্পনা থেকে সরে এসে নিউজের উপর অতি মাত্রায় নির্ভরশীল হয়ে নিজেকেই বলদ হিসেবে প্রতিষ্ঠিত হবার আশংখা থাকে।
ইদানীং অনেকেই বিভিন্ন শেয়ার গুরুর ভুল এনালাইসিস অথবা নিউজ সংগ্রহের উদ্দেশ্যে ফেসবুক সহ বিভিন্ন গন মাধ্যমে দিনের বেশীরভাগ সময় অপচয় করছে; কেউ আবার নিয়মিত খোঁজ খবর রাখেন অমুক তমুক বড় বিনিয়োগকারী কি ক্রয় বিক্রয় করে তা দেখে এবং আন্দাজেই ট্রেড করে বসে, কিন্তু একবারও ভেবে দেখেন না যে বড় বিনিয়োগকারী টিও আপনার মত অতি সাধারন বিনিয়োগকারী যিনি মাঝে মধ্যে লাভ করলেও অধিকাংশ ক্ষেত্রে লস করে থাকেন; ট্রেডারের সহায়তায় দেখলেন উনি গতবার অমুক শেয়ারে ১০ লক্ষ টাকা লাভ করেছেন কিন্তু Bigger Picture আপনি দেখতে পেলেন না যে উনি দেখা গেল ৫-৭ কোটি টাকা বিনিয়োগ করে ১০ লক্ষ লাভ করেছেন ঠিকই যা শতকরা হারে নগণ্য!! কিংবা বিপরীতে অন্যান্য শেয়ারে ১ কোটি টাকা লস করে বসে আছেন।
(২). পরিকল্পনা থাকলেও বাস্তবে তা ১০০% মেনে না চলাঃ ধরে নিলাম যে কোন শেয়ার ক্রয়ের ক্ষেত্রে আপনি পরিকল্পনা মেনেছেন; No one is always right- শেয়ার বাজারে আপনি লাভ করলে একই সময়ে অন্য কেউ লস করে, সর্বদা পরিকল্পনা অনুযায়ী শেয়ার/ বাজারের মুভমেন্ট মেলে না। মনে করি আপনি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এনালাইসিস ও সর্বোপরি বিভিন্ন নিউজের উপর ভিত্তি করে "ABCD" শেয়ার ক্রয় করলেন ৭০ টাকা করে, উদ্দেশো ৮৫ টাকায় বিক্রয় করবেন কিন্তু দেখা গেল শেয়ারটির দর বিপরীত মুখি হাটা শুরু করছে, ৬৮ টাকা, ৬৬ টাকা পর্যন্ত নামল, যতই কমে আপনি ততই এভারেজ করতে লাগলেন এইভাবে এক সময় পোর্টফলিওর সব শেয়ার বেচে দিয়ে ABCD লোড নিলেন ১০০%, বাজার দর ৬৬ থেকে একধাপ নামল ৬২ টাকা যেখানে এভারেজ ক্রয় মূল্য ৬৭ টাকা কিন্তু এভারেজ করার আর কোন পথ নাই, ক্রয় ক্ষমতা শেষ, এ সময় নিউজ প্রকাশিত হল কিন্তু দাম না বেড়ে কমতে শুরু করল এবং ৩০ দিন পর দেখলেন শেয়ারটি ৪৫ টাকায় নেমে গেছে এর পর একবার উঠে ৫৫ টাকা আবার নামে এই অবস্থা, সল্প মেয়াদি বিনিয়োগকারী হলেও বাধ্য হয়ে আপনাকে লং টাইম ইনভেস্টরে পরিনত হতে হয়েছে, চোখের সামনে অনেক শেয়ার বাড়ছে কিন্তু আপনার উন্নতি নাই... এ ধরণের কোন ঘটনার কবলে পরেছেন কেউ?
ভাগ্যকে দোষ কিংবা নিউজ প্রচারকারীকে দোষ দিয়ে লাভ নেই, এখানে হয়ত আপনার পরিকল্পনা সঠিক ছিলনা কিংবা পরিকল্পনার কোন অংশে এসে আপনি আবেগি হয়ে পড়ে ছিলেন।
পরিকল্পনায় একটা নির্দিষ্ট দর পর্যন্ত নাম্লে আপনি Stop-loss দিয়ে বিক্রয় করে দেয়ার কথা থাকলেও বাস্তবে তা না করে আপনি লোভী হয়ে বিক্রয় না করে ধরে রেখেছেন উপরোক্ত খামাখাই এভারেজ করে গেছেন।
(৩). ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তনঃ অনেকেই আছেন যারা এক সিস্টেমে সাফল্য না পেলে সাথে সাথেই আরেক সিস্টেম ফলো করে বসেন, শুরুতে এনাইসিস করে শেয়ার কিনেন পরে লাভ না হয়ে কিছু লস হলে নিউজের পিছনে ছুটেন, অল্পসল্প এনালাসিস শিখে যে কোন ইনডিকেটর উপর ভর করে বিনিয়োগ করেন তো পরবর্তীতে কাজে না লাগ্লে তা ছুড়ে ফেলে আরেক এমিব্রোকার AFL এর বাই সিগন্যালের পিছনে ছুটেন; ডে টেডিং/ স্বল্প মেয়াদি বিনিয়গে বের্থ হয়ে সাথে সাথে মধ্য মেয়াদি/ দির্ঘ মেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে বসেন, এক গুরুর নিউজে ক্রয় করে ধরা খেয়ে আরেক গুরুর শরণাপন্ন হয়ে পুনরায় আবার ধরা খান আবার অন্য গুরুর পিছনে যাত্রা শুরু... ইত্যাদি।
(৪). Risk Control বিহীন বিনিয়োগঃ Do not put all your eggs in same basket- পোর্টফলিও Diversify না করে সমগ্র পোর্টফলিওতে শুধুমাত্র একটি শেয়ারে বিনিয়গ কিংবা একক কোন শেয়ারে অতি মাত্রায় বিনিয়োগ, পোর্টফলিওতে হরেক রকম মালের মুদি দোকানের মালে ভর পুর করে ফেলা ইত্যাদি সকল ভুল সিদ্ধান্তই আসে . Risk Control বিহীন বিনিয়োগ এর ফলে; একক শেয়ারে অতিমাত্রায় বিনিয়োগ যেমন Risk বৃদ্ধি পায় ঠিক তেমনি হ্রেক রকম মালের মত ছোট পোর্টফলিওতে নানান কিসিমের শেয়ার নিয়ে ভরে ফেলাটাও বড় ধরণের ভুল সিদ্ধান্ত। ২ নং এ দেখুন, Stop loss বলে যে একটা জিনিষ অগাওঙ্গি ভাবে জড়িত যা অবহেলা করা মানেই হল বিপদে পরার লক্ষন।
(৫). অলীক সপ্ন দেখা/ অতি মাত্রায় রক্ষণাত্মক নীতিঃ কেউ কেউ অতি মাত্রায় সাহসী হয়ে ঝুঁকি নিয়ে দিবা সপ্ন দেখতে শুরু করেন, অমুক শেয়ার কিনলাম... দিনে ৪০%/৬০% লাভ আসবে তার আগে নো সেল ইত্যাদি; অধিকাংশ ক্ষেত্রেই সপ্ন ভঙ্গ হয়ে থাকে, কোন শেয়ার কত দিনে কত যাবে এবং এই সিদ্ধান্তে অটল থেকে বিনিয়োগের সিদ্ধান্তই ভুল সিদ্ধান্ত, প্রাথমিক ভাবে একটা টার্গেট থাক্তেই পারে কিন্তু তাই বলে টার্গেট পুরন না হলে খেলুম না- এ জাতিয় সপ্ন দেখার কোন মানেই হয় না, সময়ই বলে দিবে কখন বিক্রয় করবেন, দেখা গেল টার্গেট ৪০% থাকলেও শেয়ারটি ক্রয়ের পর ২০% লাভ পর্যন্ত উঠে পুনরায় ৩০% কারেকশান হল তখন লাভের স্থলে লস গুন্তে হবে বসে বসে।
অতি মাত্রায় রক্ষণাত্মক নীতি মেনে অনেকেই আছেন যারা খালি কম দামের শেয়ার খুঁজে বিনিয়োগ করে, কোন শেয়ার গত ১-৩ বছরের সর্ব নিন্ম দর দেখে লাফ দিয়া ক্রয় করতে যাওয়া এক ধরণের গাধামি... Don't try to catch the falling knife, পিই রেশিও মাত্র ৫/৭ আছে দেখে শেয়ার কিনবেন?- Well this is bullshit!! বাস্তব উধাহারন হিসেবে UNITEDAIR এর কথা ধরা যাক, ফেস ভেলু মাত্র ১০ টাকা থাকাকালিন অনেকেই ভুল বশত ভেবে বসলেন এর চেয়ে আর কমার চান্স নাই কিন্তু এখন ৭.৩ টাকা মাত্র, আরো কয়েক মাস পরে শেয়ারটি যে ৩/৪ টাকায় নেমে আসবে না তার নিশ্চয়তা আছে? বাজারে চাহিদা নেই দেখেই শেয়ারের দাম কম থাকে এবং ফলশ্রুতিতে পিই রেশিও অনেক কম থাকে।
Never ever try to buy the lowest & sell the highest- because its simply impossible. Better, Buy at high & sell at Higher which is more realistic approach.
(...to be continue...চলমান......... Enough for a day, will write more some-other times)
Comments
Post a Comment