What is safe investment?!?

নিরাপদ বিনিয়োগ

নিরাপদ বিনিয়োগ জিনিসটা কি?

কেমনে হয়?

কথায় বলে একটা জিনিস সর্বনিম্ন দামও কেনা যৌক্তিক নয় যদি সেটা ফলিং নাইফ হয় আবার সর্বোচ্চ দামে নিরাপদ যদি সেটা রাইজিং হর্স হয়।

মার্কেটের আর্ট কি একটা জিনিস বাড়ছে কোথাও কোনো খবর নেই হঠাৎ করে একগাদা ভালো খবর।

যেমন ৩২ টা বীমা কোম্পানির আগামী কয়েক মাসের মধ্যে পুঁজি বাজারে আসতে হবে। হাহাহা আইমিন সিরিয়াসলি!!!!!

যেখানে দীর্ঘসূত্রীতার কারনে তিনটা ভালো কোম্পানি মার্কেটে না আসার সিদ্ধান্ত নিলো।

তারপর কি খবর

(১০ লাখ শেয়ার বিক্রি করবে প্রাইম ইন্স্যুরেন্স কর্পোরেট পরিচালক)

তো কি বুঝলেন বিদায় নেয়ার সময় এসেছে এখন মানপত্র পাছ করে যেভাবে খবর সেভাবেই সুন্দর আসবে।

যেখানে ভিএফএস নামে একটা কোম্পানী ১২ তে প্লেসমেন্ট দিয়ে ১৮ তে তালিকাভুক্ত হয় সেখানে কয়েক মাসের মধ্যে সব বীমা চলে আসবে।যদি ধরে নি বাংলাদেশে কোনো চুরি বাটপারি হয় না তবুও কমপক্ষে এতগুলো বীমা তালিকাভুক্তি হতে ২ বছর লেগে যায়।

সামনের কোয়ার্টার এর ইপিএস আসলেই জেনারেল ইনস্যুরেন্সের বেলুন চুপসে যাওয়ায় কথা।সেটা আমারা,দেখবো আগামী মাস থেকে।

২০১০ এ যা করেছিলো ব্যাংক নিয়ে এমন দামে নিয়ে সাপ্লাই দিয়েছিলো যে আজ পর্যন্ত আর বেরিয়ে আসা যায়নি।

এখন নিরাপদ বিনিয়োগ বিনিয়োগ কেমনে হবে?

ধরুন একটি ভারি কোম্পানি তার পারফরম্যান্স ভালো ইপিএস ভালো ব্যাবসা ভালো রিজার্ভ ভালো ন্যাভ ও ভালো কিন্ত প্রাইজ ফল করতে করতে করতে বটম লেভেলে কিন্তু ক্যাশ ডিভিডেন্ট দেয় সেটা সবথেকে ভালো বিনিয়োগ হতে পারে।

এখানে লক্ষ্য রাখতে হবে ভালো কোম্পানি ভালো দামে কেনা জরুরী

উদাহরণ হিসেবে সাইফ পাওয়ারটেক বা সাপোর্ট এর নাম আসতে পারে যেহেতু এগুলোর প্রাইজ কারেকশনে গেসে যথেষ্ট। আইডিএলসি ফিনান্স হতে পারে যেহেতু রাইট অফারের পরও প্রাইজ ধরে রেখেছে।

তবে কোন ভাবেই জিপি নয় বা ব্যাট নয় কারন এদের যোগ্য দাম হতে পারে ২৫০ ও ৬৫০-৭০০।

কিছু ব্যাংক ও হতে পারে।উদাহরণ -ঢাকা ব্যাংক,এক্সিম।

তবে বিভিন্ন নেতিবাচক বিষয়ের কারনে সার্ভাইব না করা পর্যন্ত টেক্সটাইল নয়।কেনো বললাম কারন ব্যাংক ও এই একই কাজ করেছিলো ২০১০ এ ফল করার পর সবাই ২০১৩ তে এসে বলেছিলো আর কত পড়বে কারেকশন তো হয়েছে যেটা ছিলো মস্তবড় ভুল।

সবথেকে বেশি গ্রোয়িং সেক্টর হিসাবে ফার্মাকে চুজ করতে পারেন তবে এখানে স্ক্রিপ্ট গুরুত্বপূর্ণ।

নতুন শেয়ার ২ বছরের আগে নয়।যে ফার্মা গুলো আসলে পারফর্ম করছে কিন্তু দাম কারেকশন হয়েছে তেমন কিছু চুজ করে বিনিয়োগ করা যায় কে জানে এখান থেকে ২/৪ টা বেকন ফার্মা বেড়িয়ে আসতে পারে।তবে অবশ্যই সিপি নয়(ভয়াবহ রকম ঘাপলা আছে এতে)।আর ৫-৮ বছর মেয়াদি বিনিয়োগ হতেই তখন স্কয়ার ফার্মা বিবেচনা করা হতে পারে।

মিউচ্যুয়াল গুলো ন্যাভের নিচের গুলো বিবেচনা করাযায় আইসিবির গুলো স্বল্প সময়ের জন্য ।তবে হাতি ঘোরা আশা করা ভুল।বিনিয়োগ এর জন্য জি-২ হতে পারে।

এখন টাকা আপনার বিনিয়োগ আপনার।বুঝে করবেন বিনিয়োগ।

Comments

Popular posts from this blog

Facts about being actuary !

জমির খতিয়ান কি কত প্রকার ও কি কি?

How to Run C and C++ Program in Sublime Text