How to enlist and trade in New York Stock Exchange from Banglades?

কি করে একজন New York Stock Exchange এ বিনিয়োগ করতে পারেঃ

লেনদেন এবং অর্থের দিকদিয়ে New York Stock Exchange হল পৃথিবীর সবচেয়ে বড় Stock Exchange যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি তালিকাভুক্ত যেমনঃ Microsoft, Apple, JPMorgan Chase &, Walmart সহ আরও হাজারো কোম্পানি যাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় পৃথিবীর অর্থনীতি। New York Stock Exchange স্থানীয় সময় সকাল ৯ঃ৩০ থেকে বিকেল ৪ঃ০০ ঘটিকা পর্যন্ত লেনদেন হয় (সোমবার থেকে শুক্রবার পর্যন্ত) যা বাংলাদেশ সময় রাত 7:30 থেকে রাত ২ঃ০০ ঘটিকা। দেখা যায় আমাদের অনেকেই রাত ১২ থেকে ১ ঘটিকার পরে ঘুমাতে যাই এবং ব্যাংকিং শেষ হয় রাত ৭ঃ০০ ঘটিকায় বা তার কিছু পরে। অর্থাৎ এ সময় ব্যাংকারের জন্য অনেক ফ্রি সময় এবং কেউ সমস্যাও করতে পারবে না।

দ্বিতীয়ত বাংলাদেশ থেকে ব্যবসা করার জন্য আপনি New York Stock Exchange টাকা পাঠাবেন কি করে কারণ বৈধ ভাবে এখনো টাকা পাঠানোর কোন পথ নাই এবং আপনার নিজের নামে একটি ব্যাংক হিসাব ও ব্রকারেজ হউজে আরেকটি হিসাব খুলতে হবে। এ সমস্যার সমাধানের জন্য আপনাদের যাদের আমিরাকা যাওয়ার ভিসা আছে তারা খুব সহজেই ওখানে গিয়ে হিসাব খুলতে পারেন এবং কিছু অর্থও বিনিয়োগ করতে পারেন। আর যাদের এই সুবিধা নাই তারা বন্ধু বা আত্মীয় যারা আমিরিকায় থাকেন তাঁদের নামে হিসাব খুলতে পারেন এবং তার কাজথেকে হিসাব নং, পাসওয়ার্ড বা পিন নং নিয়ে নিতে পারেন তারপরে পৃথিবীর যে কোন দেশ থেকে অনলাইনে লেনদেন করতে পারেন। উল্লেখ্য হিসাব খোলার ক্ষেত্রে আপনি আমেরিকার সবচেয়ে বড় ব্রকারেজ হাউজ রবিনহুড কে বেছে নিতে পারেন কারণ এরা লেনদেনের জন্য কোন কমিশন নেয়না। এ ছারাও আপনি Australia, Canada, England এ ব্যাংক হিসাব খুলেও New York Stock Exchange এ ব্যবসা করতে পারবেন।

এখন দেখাযাক কি করে Buy - Sell এর সিদ্ধান্ত নেয়া যায়, এ বিষয় কিছু গবেষণামূলক প্রতিষ্ঠান আছে আপনি সেখান থেকে তাঁদের দেয়া তথ্য দেখে নিতে পারেন, লেনদেনের চার্ট দেখে নিতে পারেন, কোম্পানির প্রোফাইল ও নেট সম্পদের হিসাব ও দায় দেখে নিতে পারেন। তবে কোন একটি বিষয়ের উপর সিদ্ধান্ত নিবেন না আবার সবগুলো ক্ষেত্রেই একই প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিবেন না কারণ প্রতিটি কোম্পানিই আলাদা বা ভিন্ন। Buy - Sell এর ক্ষেত্রে আপনি একদিনের সিধান্ত নিতে পারেন বা দীর্ঘ মেয়াদী সিদ্ধান্ত নিতে পারেন। উল্লেখ্য সরাসরি বিনিয়োগে যাবার আগে আপনি মনেমনে কিছু Buy - Sell করেতে পারেন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। সবসময় যে কথা মনেরাখবেন, (i) Apply your own IQ for each case and don't make generalize, (ii) Watch, Think, Buy and Sell, (iii) Less talk, (iv) Involve with minimum items, (v) Take Profit and (vi) Avoid Heavy Loss (maximum 9%), (vii) Watch, Watch, Watch and Buy-Sell,

Comments

Popular posts from this blog

Facts about being actuary !

জমির খতিয়ান কি কত প্রকার ও কি কি?

How to Run C and C++ Program in Sublime Text